কবিতা- দৃষ্টিকোণ

দৃষ্টিকোণ
– অতীশ দীপঙ্কর

 

যে দেশের বংশ জাত হও রাজন
সূর্য্য ওঠার দিক ঠিক হয়ে আছে!
কেউ আগে ও পরে যায় বিছানাতে
রাত শেষে দিন জনে জনে আসে!

মধ্য গগনে গনগনে আঁচ কিছুক্ষণ
যা কিছু মূল্য মূল্যহীন হলেই ধুলিস্যাৎ!
উজ্জ্বল তারায় ধবধবে কিছু জন
জোৎস্না রাতেই রাখে মগজের হিম্মত!

সুযোগ আসেনা বারবার সিঁড়ি ভাঙা
কাঁধে চড়া ছোট হাসি গড়াবে বহু রাত!
হেঁটে দে’খ একবার রাস্তায় নেমে এসে
অহংঙ্কারের দাম্ভিকতার ভাঙবে সাজ!

পোকা ধরা সমাজে ঘিলুতেও পোকা
কিলবিল করে পচা শামুকের মতো দুর্গন্ধ!
আবরণ ভড়ং-এ অসহ্য সহ্য প্যারামিটার
কিছু বলার হয়েছে আদর্শ সময় সম্বন্ধ!

বিদ্যাসাগরের রাস্তায় শিখছে না কিছু
রেডলাইট পাড়ায় নেই কি তাও উঁচুনিচু?
সোনার চামচ মুখে জন্মে জমিদারি পেয়েও
নিজ মুরদে মাটিতে পা রেখে দে’খ একটু !

Loading

Leave A Comment