Site icon আলাপী মন

কবিতা- নিঃসঙ্গ

নিঃসঙ্গ
– উজ্জ্বল সামন্ত

 

 

পিছুটান প্রেমে নেই তবে একাকীত্বের সাক্ষী
নিঃসঙ্গতার নিজস্ব উপলব্ধিতে জীবন মুক্ত পাখি
বিশ্বাস অবিশ্বাসের খেলায় আবেগী মন কখন বন্দী
ভালোবাসা ধাক্কা মারে অদৃশ্য প্রাচীরে দিয়ে ফাঁকি। 

নিঃসঙ্গতা মুক্তির স্বাদে জীভ ক্লান্ত রস আস্বাদনে
অবসন্নতা আচ্ছন্ন জীবনের উঁকিঝুঁকি কোলাহলে
মুখ ও মুখোশের ভীড়ে ঠাসা একাকী জনসমুদ্রে
আসল নকলের পরীক্ষায় আঁচড় কাটে কষ্টিপাথরে। 

মেকাপের কৃত্রিম সুন্দরী এনগেজ কিম্বা লিভ-ইনে
শিক্ষিত বেকার যুবকরা প্রেম বিলাসিতায় স্বপ্ন উড়ানে
ফাঁকা পকেটে বাস্তব অভিজ্ঞতা দীর্ঘশ্বাসে সংগ্রামের পথে
লড়াইয়ে অবতীর্ণ হয়ে কেউ বিজয়ী কেউ ইতি টানে। 

খাঁটি মানুষ কজন খোঁজে চরিত্রহীন ঢাকে স্ট্যেটাসে
ভালবাসা কখন কর্পূর হয়ে উবে যায় বেখেয়ালে
নিঃসঙ্গতার হাতছানিতে প্রেম ইতি টানে ডিভোর্সে
সুউচ্চ প্রাচীর তোলে বেনামী গোত্রহীন মৃত সম্পর্কে। 

Exit mobile version