Site icon আলাপী মন

কবিতা- কবিতায় অন্তর

কবিতায় অন্তর
– অমিতাভ সরকার

 

 

সব লেখাই কবিতা হয়না,
সব ভালোবাসা প্রেম হয় না।
রূপবতী হলেও হৃদয় থাকেনা,
সাধারণ লেখাতেও অনুভূতি থাকে;—
বেণু-বনে জোছনা নামে, শ্মশান ঘাটে
ঊষার উদয় হয়, কলুর ঘানি থেকে
বিশুদ্ধ তেল নামে।
কালো মেয়ের অন্তরে ভালোবাসা থাকে,
কালো চোখে প্রেম থাকে, হাসলেও মুক্ত ঝরে।
বুকের মাঝে উষ্ণতা থাকে, আদরে আবেগ থাকে,

ঠোঁটের মাঝে কাঁপন থাকে, অন্তর দিয়ে জীবনভর সুগন্ধ ছড়ায়।
অক্ষরের সঙ্গে অক্ষর যুক্ত হয়ে শব্দ হয়, শব্দে রূপশয্যা হয়, ফুলঝুরিতে রঙ ঝরে।

তারপর অন্ধকার। অন্ধকারের আলাদা রূপ আছে,

রুপের একটা অনুভূতি আছে ঠিক সাধারণ লেখার মত।

Exit mobile version