ইচ্ছেনদী
– সোম
ইচ্ছে নদীর দূ’কুল বেয়ে
উপচে পড়ে স্বপন।
ইচ্ছে নদীর রঙিন জলে
মিশিয়েছি এ মন।
ইচ্ছে নদীর, পাড়ে আমার
এ মন বেঁধেছে ঘর।
ইচ্ছে নদী আপন যে মোর
আর সবাই হলো পর।
ইচ্ছে নদীর বাঁধ মানে না
বান ভাসি যায় স্রোতে।
আপন মনে এঁকে বেঁকে
চলে নিজের পথে।
ইচ্ছে নদীর বুকের মাঝে
ভাসাই স্বপ্ন ভেলা।
খামখেয়ালি বেড়াই ঘুরে,
নিত্য সারা বেলা।