Site icon আলাপী মন

কবিতা- আকাশ কুসুম

আকাশ কুসুম
– শচীদুলাল পাল

 

 

জেগে জেগে স্বপ্ন দেখি
আকাশ পাতাল ভাবনা।
বাস্তবতা বড় কঠিন
স্বপ্ন এক কল্পনা।
সাধুরা সংখ্যা গরিষ্ঠ
দুস্কৃতিদের লয়।
মহিলারা মাতৃতুল্যা
রাতদুপুরে নাই ভয়।
গরীব শুন্যে সবাই সচ্ছল
সুস্থতায় প্রাণোচ্ছল,
সন্তুষ্টিতে আনন্দময়
দেহমনে সবল।
খুন জখম চুরি ডাকাতি
মহা অপরাধ।
অপ্রয়োজন আগল কপাট
খোলা থাক দ্বার অবাধ।
দেবদেবী সম পূজনীয়
মা-বাবা গুরুজন
শ্বশুর শাশুড়ীর সেবাযতন
বৌমা সর্বক্ষণ।
প্রেম ভালবাসায় নিমগ্ন
মনুষ্য সংসার
শান্তিতে আছে সবাই
সমরে নাই দরকার।
শিক্ষা দীক্ষায় মানবিকতা
শিক্ষার্থীর মননে,
সুবিচার সুগঠনে
থাকে জনগণে।
বনের পাখি ডাকলে আসে
কাছে হাতের পরে।
আদর দানাপানি খেয়ে
আকাশেতে উড়ে।
মানুষেরও হলো দুটি ডানা
উড়ে মেলে পাখনা।
যায় দেশ থেকে দেশান্তরে
স্পেন থেকে চায়না।
ডজন দুই ললনা সাথে
ডুবে বিলাসিতায়।
কাজ করতে হয়না মোটে
রোবটেই করে যায়।
চাষার আরামে বসবাস
রোবট করে চাষ।
শ্রমিক মজদুর এসিতে
রোবটেতে বিশ্বাস।
গঙ্গাজল জীবানুমুক্ত
পান উপযুক্ত।
বাতাসে নেই ভাইরাস
থাকো রোগমুক্ত।

Exit mobile version