Site icon আলাপী মন

কবিতা- কি করে ফেরাবো

কি করে ফেরাবো
– সীমা চক্রবর্তী

 

 

যদি কখনো তুমি, ভোরাই আকাশের লালিমা মেখে
আমার উঠোনে দাঁড়াও,
কিংবা চোখের পাতা আলতো ছুঁয়ে, ঘুম ভাঙাও…
সারাদিনের সঙ্গী হতে ভরসার হাত বাড়াও…
আনমনা মনে জাগাও জীবন দুর্বার…
আমি কি করে ফেরাবো তোমায় রোজকার!

যদি কখনো উদাস দুপুরে ক্লান্ত পা’য়ে
চাও আমার শীতল ছায়ানীড়….
ক্ষণকালের বিশ্রাম, মলয় বাতাসে সুস্থির,
কিংবা কোনো তৃষ্ণার্ত পাখি হয়ে
এক ফোঁটা জলের জন্যে
খুঁজতে খুঁজতে হন্যে…
এলে আমার দুয়ার,
আমি কি করে ফেরাবো তোমায় বারবার?

যদি কখনো বিষণ্ণতার সন্ধ্যা নিয়ে
অস্ত আকাশ ভরিয়ে দিয়ে
এলে দ্বারে বাউল সুরে,
অলিগলি ঘুরে ঘুরে…
কিংবা কোনো পথহারা পথিক
পথ খুঁজতে দিক বিদিক
পেয়ে গেলে আমার ঠিকানা,
হঠাৎই দিলে হানা…
শান্ত চোখ চুয়ে ঝরলো ব্যথা ভার…
আমি কি করে ফেরাবো তোমায় প্রতিবার।

যদি কখনো রাতের আঁধার মেখে
নীল আকাশের এককোণে
ধ্রুব তারার মতো ওঠো জ্বলে,
আমাকেই চাও প্রতিপলে…
কিংবা হুতোম প্যাঁচা হয়ে
আমার শয্যার একপাশে,
অনেক স্বপ্ন কুড়িয়ে, নীরবে যাও রেখে দিয়ে,
আলোকিত করে দাও আমার অন্ধকার….
আমি কি করে তোমায় ফেরাবো পুনর্বার।

যতটা দূরে চলে গিয়েছিলে তুমি
বুঝি তার চেয়েও দূরে সরে গেছি আমি,
যদিও একাকিত্ব মিশেছে আমার রক্ত ফোঁটায়… শিরায় উপশিরায়
হাড় – মাংসে… শরীরে … মজ্জায়….
তবুও যদি আসো ভিক্ষাপাত্র হাতে ধরে,
আমি তোমাকে ফেরাবো কেমন করে?

Exit mobile version