
কবিতা- মনের আনন্দে চলুক কলম
মনের আনন্দে চলুক কলম
– রাণা চ্যাটার্জী
ভাবনা যখন আসবে মাথায় কি সাধ্যি থামানো তাকে,
ঘুরবো ফিরবো করছি কাজ,ব্যস্ততাও কলমকে ডাকে।
প্লট যখন আসে এভাবেই,বাঁধ ভাঙা উচ্ছ্বাসের মতো,
আঁকড়ে জাপ্টে না ধরলেই কলমের গোঁসা অবিরত।
ওঠে খিল খিলিয়ে,কিল বিলিয়ে ভাবনার কতো ঢেউ,
অবাক লাগে কি ভর করে যেন লিখিয়ে নিচ্ছে কেউ।
পড়াশোনা শেখো,ভালোবেসে লেখো,অহংবোধকে আড়ি,
উচিত কথা প্রয়োজনে বলতেই হবে যতই হোক না মুখ হাঁড়ি।
বড় দুর্দিন ভ্যানিস সুদিন মুখে মানবতা মিছরির ছুরি,
দেখে যাও শুধু,মুচকি ঠোঁটে মধু,পিঠ চাপড়ানো বাহাদুরি।
সব কিছুতে হিংসা-রেষারেষি,ভারী বয়েই গেলো তাতে,
টাট্টু ঘোড়া কলম ছুটুক, তুমিও যে নিশাচর হচ্ছো রাতে!!


One Comment
Anonymous
সময়ের ব্যধি নিয়ে সুন্দর লেখা