কবিতা- ভগ্ন অবসর

ভগ্ন অবসর
-রীণা চ্যাটার্জী

এখন কেমন ভগ্ন অবসর!
কার্তিকের মিঠে রোদ চুঁইয়ে নামে।
চিলেকোঠার ছাদের কিনার ছেড়ে
শার্সি বেয়ে ছড়িয়ে পড়ে,
গুঁড়ো থেকে দানা হয়ে
আলসেমির আদরে বেণী বাঁধে
কার্ণিশ থেকে মেঝেতে…

অলস হিমেল বেলায় মন জুড়ে
মাধুকরী মিঠে-কড়া উষ্ণতার আঁচে।
এক ফালি শৈশব, দু’ কলি প্রেম,
ভুলে যাওয়া স্মৃতি, ক্ষণিকের অতিথি
বিস্মৃতির ইঁদারা থেকে তুলে এনে
কার্তিকের নবান্নের সলিল ঘ্রাণে
শ্বাসে-নিঃশ্বাসে সতেজ করে
নেবো ফেনিল ভগ্ন অবসরে।

Loading

6 thoughts on “কবিতা- ভগ্ন অবসর

  1. অনবদ্য লেখনীর অপূর্ব সৃজন , সীমাহীন ভালোলাগা

  2. নব নব আদন্দ অবসরে বাঁচো
    খুব ভালো লাগল কবিতাটি

Leave A Comment