কবিতা- হারিয়ে যাবো

হারিয়ে যাবো
– সিটু ঘোষ

 

 

হঠাৎ করে যেদিন তলিয়ে যাবো
বিশাল এক সমুদ্রের ঢেউ এ
খুঁজো না আর আমায় তুমি
তোমার ওই ব্যাথাতুর অশ্রুজলে।।

হয়তো শেষ মুহূর্তে একখানি চিঠি
সমর্পিত করে যাবো তোমার নামে
দিয়ে যাবো গল্পের উপসংহার লিখতে
তোমার ওই নতুনের গন্ধে।।

যখন আমার মৃত্যু সংবাদ পৌঁছবে তোমার দ্বারে
হয়তো বা কষ্ট পাবে দুই একদিন
তারপর হঠাৎ-ই সব ভুলে যাবে
যখন নতুনের ছোঁয়া স্পর্শ করবে তোমার ওই কোমল শরীর।।

এভাবেই কাটবে কয়েকটা দিন
ধীরে ধীরে ছিন্ন হবে শরীর
ব্যথার আর্তনাদে অশ্রুর ধারা বইবে চোখ বেয়ে
দেখবে সেদিন নতুনও হয়েছে পুরনো
হারিয়ে গেছে কোনো এক নতুন কে সঙ্গী করে।।

Loading

One thought on “কবিতা- হারিয়ে যাবো

Leave A Comment