কবিতা- পাগলিনী মা

পাগলিনী মা
-শুক্লা রায়চৌধুরী

 

 

পৃথিবী ঘুরছে আজ বিবর্তনের পথে,
এক একটা ঘূর্ণনে খসে পড়ছে তার চেহারা-
পাল্টে যাচ্ছে দিনলিপি নিজের তাগিদেই।
সমাজের বায়োস্কোপে ফুটে উঠছে নাট্যরূপ-
ক্রুর হাসির রেখা খেলে যায় হিংস্র চোখে,
সে রাজপথে হেঁটে যায় বিবস্ত্র পাগলিনী;
তোমার খেয়াল শুধুই তার শরীর জুড়েই।
বুভুক্ষু চোখের লালসা উপেক্ষা করেই তার দিন যাপন-
পরনের সুতো জোগাড়ের তাগিদ নেই কোনো,
শুধুই খাবারের খোঁজ চলে আস্তাকুঁড়ের ময়লা ঘেঁটে;
না, এ খোঁজ শুধু আপন উদর পূর্তির নয়!
কোলের শিশুটার মুখে তুলে দেওয়ার চেষ্টা মাত্র,
যাকে দেখলে, নাক সিঁটকে মুখ ফিরিয়ে নাও!
ফেলে রাখা অবহেলা মেখেই বাড়তে থাকে সেই শৈশব;
শুকনো মুখে তাকিয়ে দেখে নিষ্ঠুর কত উল্লাস-
তার চোখে তো ভাসে কান্না ভেজা মায়ের মুখ।
অচেনা কামুকের উদ্দামতায় বীজ বপন মাতৃ গর্ভে,
কোন এক ঝড়ের রাতেই অবাক পৃথিবী দেখে ছিল-
পরিবর্তন আজকাল ধরা দেয় তার শরীর জুড়েও;
কাঁচের ফালা টুকরোটা তাই বুকে করে এক অনন্ত অপেক্ষা,
পাশবিক যন্ত্রনা যাতে মিশতে না পারে ছোট্ট শরীরে;
এ শিশুও যে ধরা পড়বে তোমার চোখে যৌন উদ্দীপক হয়েই!

Loading

One thought on “কবিতা- পাগলিনী মা

Leave A Comment