কবিতা- অবশেষে

অবশেষে
– অমিতাভ সরকার

 

 

দুচোখের অশ্রুতে লেখা হল কতকথা,
মাতৃ বন্দনার শেষ নির্ঘণ্টে তুমি দেখা দিলে।

অভিমান, অভিযোগ সব মুছে একাকার,
নির্লিপ্ত হৃদয়ে রয়ে গেল আনন্দেরই বিচ্ছুরণ।
শারদ শিশিরে মুছে ছিলে মুখমণ্ডল,
দুই চোখে নিবিড় প্রেম ছিল,
আলক্ত ঠোঁটে আদরের ঘনঘটা,
দু’বাহু উন্মুক্ত করে বেষ্টন করেছিলে।

গঙ্গার পুণ্য সলিলে স্নান সেরে
দুজনে মুক্ত হলাম পুরাতন ইতিহাস থেকে।

টাইগার হিলের নব সূর্যের রামধনু রঙের মত সাজাতে চাইলাম নতুন জীবন।
দুজনে হাত ধরাধরি করে এগিয়ে
চলেছি ভবিষ্যতের দিকে।

Loading

Leave A Comment