Site icon আলাপী মন

কবিতা- চলো পটল তুলি

চলো পটল তুলি
– সঞ্জিত মণ্ডল

 

 

চলো পটল তুলি –
নাকে মুখে জড়িয়ে থাকে কীসব ঠুলি?
খুলেই ফেলি ছুঁড়েই ফেলি ওসব গুলি।
চলো পটল তুলি।
মুখে দিলে যায়না চেনা, মনের মানুষ হয় অচেনা,
সামনে দিয়ে গেলেও যে মা, যায়না চেনা সিকি আধুলি!
তাইতো মুখের ঢাকনা খুলি-
চলো পটল তুলি।
থুতনিতে আর কানে ঝোলাই, গোঁফের শোভা লিপস্টিক দেখাই,
মৃত্যুর হার কমে গেছে বলছে সবাই, আর ভয় নাই,
তাইতো আমারা মুখোশ খুলি ঘুরেও বেড়াই,
মুখটা তুলে শ্রীমুখ দেখাই, মুখোশ খুলি।
চলো পটল তুলি।
দিব্যি এখন যাচ্ছি মলে, দলে দলে ঘুরবো বলে,
খাচ্ছিদাচ্ছি মনের সুখে, ভয়কে আমরা কলা দেখাই।
হাটেতে যাই বাজারে যাই, কিনছি দেদার যা খুশী তাই,
ভাইরাস কে কলাই দেখাই, আর কি নিজের কানটা মুলি?
চলো পটল তুলি।
শুনছি মরে একটা দুটো ওরা নাকি অনেক বুড়ো,
যাচ্ছে টেঁসে হঠাৎ কেশে, আমরা জোয়ান তাই ভয় নাই।
তাই বরাভয় মুখোশ খুলি।
চলো পটল তুলি।
নাক ঝাড়বো কি কাশবো বলো, ফিতের বাঁধন আবার খোলো,
থুতু ফেলাও কি ঝকমারি, যা হয় হবে কি আর করি,
তাইতো ঠুলি খুলেই ফেলি।
চলো পটল তুলি।

Exit mobile version