
অণু গল্প- দীপা বলি
দীপা বলি
– সৃজিতা ধর
গোটা বাড়িটা আলোয় সাজানো হচ্ছে। প্রতিটা ঘরের বাইরে দুটো করে মোমবাতি জ্বালানো। চারিদিকে শুধুই আলো আর আলো। অন্ধকার চিরে যেন আলো বেরিয়ে আসছে। কিন্তু নিজের ঘরের মধ্যে চুপ করে বসে আছেন দীপা দেবী। ওনার এসব ভালো লাগছে না। হঠাৎ জোরে একটা আওয়াজ পেলেন। বারান্দায় গিয়ে দেখলেন আকাশে হাজার রঙের খেলা। ছোট ছোট বিন্দুর মত আলো গোটা আকাশে ছড়িয়ে পড়ছে বার বার। চোখের সামনে ভেসে উঠছে বছর ছাব্বিশ আগের কথা। একটু একটু করে হারিয়ে যাচ্ছেন আগের রঙিন দিনগুলোতে। তখন হয়তো এত আলোর সমাহার ছিল না… কিন্তু যেটা ছিল সেটা মনের ভেতরে কোনো অন্ধকার জমা হতে দিত না।
বারান্দা থেকে আস্তে আস্তে ঘরে যাচ্ছেন উনি। লাঠির খট্ খট্ শব্দ এত বাজির আওয়াজে শোনা যাচ্ছে না। চোখের কোণে যে জলটা জমে আছে সেটা আলোর রোশনাইয়ে হারিয়ে গেছে।
বৃদ্ধাশ্রমের ছোট্ট একটা ঘরে থাকা দীপা দেবীর কাছে এটা যেন একটা সত্যিকারের দীপা বলি।


2 Comments
Anonymous
ভালো লাগল
Prodip Kumar Das
Darun hoyeche mamu