Site icon আলাপী মন

কবিতা- আমি অসহায়

আমি অসহায়
-ইন্দ্রনীল মজুমদার 

 

 

মাঝে মাঝে মনে হয়,
সমস্ত লোকের সাথে মেলামেশা বন্ধ করে দিয়ে,
একলা একটি ঘরের কোণে
চুপটি করে বসি গিয়ে।

কোনো কাগজ পড়বো না, টিভিও দেখবো না,
খুলো না কোনো সোশ্যাল মিডিয়া,
কেবলই মুখ গুঁজে থাকব বইয়ে,
পুরোনো দিনের বই পড়ে,লিখে।

তবুও লোকজনের সাথে মিশবো না,
কেননা মানুষের মন আজ বিষিয়ে গেছে।
মানুষই আজ বিষাক্ত হয়ে গেছে,
কে ভালো? চিনবো কেমন করে?

ঘরের দরজা-জানলা খুলবো না,
কেননা বাইরের হাওয়াটাই যে আজ বিষাক্ত।
অন্য কারুর জলখাবারে স্পর্শ– নৈব নৈব চ!
মানুষের মনে আজ বড়োই বিষ।

তাই ভাবছি, মিশবো না কারোর সাথে,
মনের ভাব প্রকাশ করব না অন্যের সাথে কথা বলে।
আমি ভালোই থাকবো এতে,
আরম্বরহীন, মিডিয়াহীন জীবনে।

অন্ধকার ঘরে,
ওই ছোট ফুঁটো দিয়ে আসে আলো।
তা ইশারা করে,
আমাদের বলে–“তোমরা আছো ভালো। ”

সেই জানলা জানায়,
“জেগে ওঠো–ভালো সময় আসছে।”
আর সে বলে,
“সবকিছুই আগের মতো নর্মাল হয়ে যাবে।”
সে আশ্বাস দেয়– “সব মিটে যাবে।”
আর বলে, “তোমরা ততদিন ঘরে নিরাপদে থেকো।”

Exit mobile version