Site icon আলাপী মন

কবিতা- ছেঁড়া স্মৃতি

ছেঁড়া স্মৃতি
-সিটু ঘোষ

 

 

চোখের কোনে জল জমেছে
বৃষ্টি নামবে এবার তাই
কালিটাও আজ গেছে ফুরিয়ে
স্মৃতিগুলো সব মনের পাতায়।
অশ্রু জলে আজও মনে পড়ে যায়
প্রদীপের রোশনাই তোমার সেই প্রথম চুম্বন
হঠাৎ দেখি কালির দাগ দিয়ে এই বুকে
রজনী সাজলে অন্যের সাথে নতুন কোনো গন্ধে।
অবশেষে লাল হলো সিঁথি
সিঁদুর মাখলে তাতে
রক্তাক্ত হলো বিছানা
একাকীত্ব গ্রাস করলো অবশেষে।
আজও কালির দাগ রেখেছ একইরকম
ফ্যানের বাতাসে তাই মরে না ঘাম
তোমার কান্নাগুলো শুকোই না আজও
আর শব্দগুলো সব বাতাসে মিলিয়ে যায়।।

Exit mobile version