কবিতা- আলোর উৎসব

আলোর উৎসব
-উজ্জ্বল সামন্ত

 

 

অমাবস্যা, আকাশ অন্ধকার চাঁদ ওঠেনি আজকে
আলোর বন্যা চারিদিকে প্রদীপ মোমবাতি চায়না লাইটে
নিমেষ কালো অন্ধকার গেল দূরে‌ আলোর বুক চিরে
আজ দীপাবলী আলোর উৎসব পালিত ঘরে ঘরে

মা কালীর আরাধনায় পুজা মন্দিরে, শশ্মানে মধ্য নিশিতে
কোথাও কালো কোথায় শ্যামা রূপে মা আসেন ধরাতে
মনের কালো অন্ধকার ঘুচলো কি, গেল কি দূরে
ভক্তি পুষ্পাঞ্জলী অন্তঃস্থল ঢাকে উপঢৌকনের বাহারে

তোমার অট্টালিকার আলোর বাহার দেখে ভিখারী বস্তিবাসী
ওদের স্যাতস্যাতে কুঁড়েঘর সূর্যের আলোও দেয় ফাঁকি
অন্ধকারে সর্বস্ব ঢাকে ওদের, ভাগ্যও বোধহয় বিরূপ
পেটের ক্ষুধার্ত লেলিহান শিখার আলোয় দগ্ধ ওদের চিবুক

আলোর রোশনাইয়ে সমাজের অন্ধকার যাক ধুয়ে মুছে,
অমানবিকতা জ্বলে খাক হয়ে যাক আগুনে পুড়ে
জ্ঞানের আলোয় আলোকিত হোক মানব সমাজে
জীব সেবাই শিব সেবা আজ লক্ষিত শুধুই নীতি বাক্যে…

Loading

Leave A Comment