কবিতা- পাহাড়ের ঢালে তুই

পাহাড়ের ঢালে তুই
– অমিতাভ সরকার

 

 

একমুঠো পাহাড় এনে দিস সঙ্গে এক ঘটি ঝর্নার জল। পারবি এনে দিতে অন্তত একটি প্যারোট ফ্লাওয়ার সযতনে। না জানিয়ে তুই চলে গেলি কু ঝিক ঝিক করে। ফিরে এলে গল্প শুনে নেব।
নির্লজ্জের মতো তোর বেড়ানোর বিলাসিতা শোনাবি । কত ব্যাকরণ বর্ণিত হবে।

কি করে ভেবেছিলি তুই, তোর অপেক্ষায় আমি বসে থাকব?

অমিও মত্ত সমুদ্র স্নানে। নীল নীলিমায় রৌদ্র নেমেছে। নীলিমা সঙ্গে আছে।
হেমন্তের শীতল আবহাওয়ায় চাদর মুড়ি দিয়ে
তোর কথা ভাবতে ভাবতে স্বপ্নে ফিরে এলি তুই
এই বিদেশ ভূমিতে।

কিসিং ফ্লাওয়ারে ঠোঁট লাগিয়ে তোকেই অনুভব করছি। নীলিমা তো শুধু উপমা।

সবকিছু ভুলে শুধু তুই, তুই আমার প্রিয়তমা।

Loading

One thought on “কবিতা- পাহাড়ের ঢালে তুই

Leave A Comment