Site icon আলাপী মন

কবিতা- কালচক্র

কালচক্র
– দীপঙ্কর বিশ্বাস

 

 

প্রতিদিন মুহুর্ত ভেঙে ভেঙে গড়ছি নিজেকে,
নদীও দিনে দিনে এ কুল ভেঙে ও কুল গড়ে।
মুহুর্তগুলো দিন পাল্টায়; কুমোর গড়ে কত কি!
ভাঙা কপাল প্রকৃত বদলানো নিয়মের নিয়তি!
বিবর্তন বড় পরিবর্তন অচল পয়সার মত-
একতাল মাটি নিয়ে গড়া জন্ম
বিনাশও লেখে মাটির পরাণে কুমোর-
বিসর্জনের মাটিতে হয় প্রতিমার পুনঃজন্ম।
প্রতিদিন খাপে খাপে নিজেকে পাল্টে ফেলি,
সাজ পোষাক কত কি অন্দরে প্রথা ও বিশ্বাস!
সখ করে কি নিজের মত ও দর্শনকে পাল্টায়?
নদী সমুদ্র গ্রহ নক্ষত্র কেউ কি দিয়েছে আশ্বাস !

খুশি হতে বলেই ঠোঁট ছুঁতাম,
বিদঘুটে কিছু দাবী মানতাম।
মোটে ভেব না মানুষ আর পৃথিবী
এক রকমই থাকবে চিরকাল!
নিজেকে পাল্টাতে না পারলে সম্পর্ক বিনাশ হয়,
নিজের জায়গাও ছাড়তে ছাড়তে-
শীত আসতেই নিজেকে গুটিয়ে নিই।
মৃত্যুর পথেও অসংখ্য যাত্রী-
অনেকে বেশ সাবালক বলে ভরাটি হতে ডাকি।

Exit mobile version