কবিতা

কবিতা- জীবন ফিনিক্স পাখি

জীবন ফিনিক্স পাখি
-শম্পা সাহা

 

 

আজকাল আর আলো ভালো লাগে না
এক অন্ধকার বুকের উপর চেপে বসে চাপা স্বরে মন্ত্র পড়ে
বুঝিনা সে ভাষা ঠিক ঠাক
বুঝতে পারি শুধু ফুরিয়ে যাবার আগে
নিভে যাবার আগে আরো একবার হয়তো জ্বলতে বলছে
বলতে বলছে যা কিছু বুক চাপা পাথরের মত
লোভ হিংসা ঘৃণা দ্বেষ যা কিছু বিকট অশালীন অশোভন
মনের গহন কোণে যাদের নিত্য যাতায়াত
বারবণিতার মত স্নো পাউডারে সাজিয়ে নকল মনকে
পেশ করি রোজ
আসল মনের ঠিকানা নাই বা জানলাম
নাই বা রাখলাম কোথাও লিখে দু’ একটা সংকেত
তবু কণ্ঠার উপর চাপ
সত্যি কথা বল… বল একবার শেষবার
ফুরিয়ে যাবার আগে নিভে যাবার আগে
মুখোশ খুলে মুখ নিয়ে সামনে দাঁড়া
মুখোশের ভার বইবার ক্ষমতা থাকে না সবার
তোর আছে
সেই আশায় বাঁচে যারা দেয় সাড়া
বলে আছি বেঁচে
তাদের মত বল ঘৃণার নতুন ধারাপাত
না হয় পড়লো বাদ লাভ ক্ষতি হিসেব নিকেশ
তবু বেশ হয় সত্যের মশাল জ্বালিয়ে সব ছাড়খার করে
মহাপরিনির্বাণ এর পথে যেতে যেতে
পেছনে ফিরে দেখি
জীবন ফিনিক্স পাখি
বেঁচেছে আবার উঠে
মেলেছে আবার ডানা
এই শুভ দিনে হতাশার মন্ত্র পড়া মানা।

Loading

One Comment

Leave A Comment

You cannot copy content of this page