প্রাপ্তি
– সীমা চক্রবর্তী
আমি তোমার মাঝে সে স্বপ্ন খুঁজি
ভাঙে যা হামেশাই,
আমার আমি কে পেয়েছি তোমাতে
বড় সুখি আমি তাই।
ক্রোশ খানেক পথ ঘুরে ঘুরে আমার
কেটেছে জীবন আধা,
অবশেষে খুঁজে পেয়েছি তোমাকে
আমি পাগলিনী রাধা।
আমি তোমার বিরহে কেঁদেছি কত
গেয়েছি বিরহী গান,
আউল বাউল সে গান হাওয়াতে
রেখে গেছে পিছুটান।
বুক ভরা আশা ছিল যে প্রাণে
দরজা ছিল যে হাট,
ঠিকানা চিনে তুমি আসলে ঠিকই
পেরিয়ে যক্ষের ঘাট।
আমি পেয়েছি তোমাকে শেষ লগ্নে
হারাতে দেবোনা আর,
তোমার পা’য়ের চিহ্নে পা ফেলে আমি
ভবসাগর হবো পার।
খুব ভালো