
কবিতা- আনমনে
আনমনে
-রীণা চ্যাটার্জী
ফেলা আসার মুহূর্তরা আজো আপন
হিয়ার ভূমে সেতু-সুতোর বীজ রোপণ,
শর্ত-কথায় নোঙর খুলে দিনযাপন
রিমঝিম-ঝিম বর্ষা জলে যাক ভেসে ক্ষণ।
অনুযোগের কণায় কণায় ব্যথার কোয়া
অভিমান পাঁচিল তোলে সিলিং ছোঁয়া,
স্পর্শরা ধুলোয় ওড়ে, দমকা হাওয়া
স্বপ্নগুলো আবছা লাগে, শুধুই ধোঁয়া।
আকাশে যখন মেঘ-রোদ্দুর খেলার সাথী
পথের ধারে মায়ার ছায়ায় জড়ায় বীথি,
তখন, চিত্রপটে আঁধার করা গুমোট রাতি
আনমনা মন ভুল করে চায় ভুলের ইতি।
আজ মন খারাপের শব্দগুলো গল্প হোক
চোখের কোলে জমা জলের বৃষ্টি হোক,
স্মৃতির পাতা উড়িয়ে রেণু তুফান হোক
বাঁধনগুলো গ্ৰন্থি কেটে একলা হোক
..শুধু মন খারাপের শব্দরা সব গল্প হোক।


One Comment
Anonymous
Awesome 💕.