কবিতা- দিনগুলো

দিনগুলো
– অলোক শীল

 

 

পসরা গুটিয়ে এক জায়গা থেকে অন্য জায়গা,
দিনগুলো পিছিয়ে কেমন যেন পড়েছে
মুহুর্তের ভালোবাসা সবই মুঠোফোনে
দেখতে কি দারুণ লোকচোক্ষে!

আবার তাজা রক্তের দাগ হৃদয়ে
শরীর জুড়ে মৃত্যু শোক অবিরত
জীবন যুদ্ধে জয় পরাজয়
আবার কি জানার আছে শেষ ইচ্ছে?

ঘুমের ঘোরে ডাকছে যমরাজ
আজ নয়তো কাল
নেশায় দোলে শহর আর লোক
সবাই অত্যাচারিত অবহেলিত
তবুও সবাই প্রশংসায় পঞ্চমুখ।

Loading

Leave A Comment