কবিতা- ইচ্ছে আমার

ইচ্ছে আমার
– শিলাবৃষ্টি

 

 

ইচ্ছে আমার আকাশ হবো
ইচ্ছে -হবো বাতাস …
পাখনা মেলে ইচ্ছে ওড়ে
এপাশ থেকে ওপাশ।

এমন যদি হয় তবে ভাই
ভীষণ মজা হবে ,
রামধনু রং আকাশখানা
হাতের মুঠোয় রবে।

যেথায় খুশী উড়ব আমি
মেলে রঙিন ডানা,
প্রজাপতি হবো আমি
হবো পাখির ছানা ।

রাতের বেলায় জোনাক হয়ে
জ্বেলে দেব আলো…
অন্ধকারে আলোর ছোঁয়ায়
বাসবে সবাই ভালো।

এমন যদি সত্যিই হয় …
নিকষ আঁধার রাতে
হুতোম পেঁচার রূপ ধরে ভাই
থাকবো কোনো ছাতে।

ভয় পেয়ে সব হুড়মুড়িয়ে
পড়বে ধপাস্ করে…
বলবে সবে পেঁচার বেশে
ভুত এসেছে ঘরে।।

Loading

Leave A Comment