Site icon আলাপী মন

কবিতা- চেয়েছিলাম তো কত কিছুই

চেয়েছিলাম তো কত কিছুই
-শম্পা সাহা

 

 

আমি বৃষ্টি হতে চেয়েছিলাম
অঝোর ধারায় ঝরে ভিজিয়ে দেবো সব রুক্ষতা
পৃথিবী আবার সবুজ হবে!
আমি ঝর্ণা হতে চেয়েছিলাম
রুনুঝুনু তীক্ষ্ণতায় পাথর ফাটিয়ে দিকবিদিকে ছড়িয়ে যাবো
দুপাড় রঙীন হবে!
আমি মাটি হতে চেয়েছিলাম
সব সবুজের আবাহন আমার মাঝেই পাবে পূর্ণতা
শ্যামল সতেজ সবকিছু।
আমি আশা হতে চেয়েছিলাম
দুঃখের শেষেও আলোর ঝিলিক উঁকি দিয়ে বলে যাবে
জীবনের শেষ নেই কখনো!
আমি গহন বন হতে চেয়েছিলাম
বুকের মাঝে আগলে রাখবো নাম না জানা কত জীব প্রজাতি
প্রাণ সমৃদ্ধ হবে!
কখনো মেঘ হতে চেয়েছি, কখনো স্বপ্ন, কখনো কিশোরীর প্রথম লাজুক প্রেম
অছোঁয়া অধরা অথচ তীব্র আবেশময়
ভীরু অথচ তীব্র নেশার মত
আজ উনুনের পাশে বসে রুটি সেঁকি
জীবন স্যাঁতসেঁতে পড়ে উঠোনের কোণে
অযত্নে।

Exit mobile version