
কবিতা- জনদরদী
জনদরদী
– সঞ্জিত মণ্ডল
পথটা এখনো পেলেনা বন্ধু পথটা কি বন্ধুর-
চড়াই-উৎরাই খড়কুটো ধরে বাঁচাটা কি দস্তুর!
সুবিধাবাদীরা আখের গুছায় তুমি চোখ বুঁজে থাকো-
আদর্শবাদী নয়কো জেনেও কি করে যে কাছে ডাকো!
খুদকুঁড়ো দিয়ে ভোট চেটে খায় সুবিধাবাদীরা যারা-
সংশয় নিয়ে তুমি ধুঁকে মরো বাকীরা লাগামছাড়া।
সবই তো বেহাল নাজেহাল লোক মরেও লড়াই করে –
তুমি চেয়ে দেখো শেষ বিচারেতে কখন কটা যে মরে!
নজীর গড়ার আন্দোলন কি সব ভুলে গেলে ভাই-
মিছিলের লোক আজও আসবেই তুমি তারে ডাকো নাই।
পাইয়ে দেওয়াটা বড়ো কথা নয় প্রতিবাদী হতে হবে-
জনদরদীকে চাইছে জনতা খেয়াল রাখতে হবে।
বিশ্বাস আর আস্থা ফেরাতে পথে যে নামতে হবে-
ঠান্ডা ঘরের আরামটা ছেড়ে লড়াইয়ে নামতে হবে।
নীতি বাগীশেরা বুলি কপচায় কাজের বেলায় ঢেঁকি –
মেকি নেতা তাই পানি পায় নাকো যতদূর চেয়ে দেখি।
দৃঢ় প্রত্যয়ে তরুণ তুর্কী হয় নাকো কেনো জানো-
রেষারেষি করে গদী আঁকড়ায় মানা মানি নেই কোনো।
উপরে উঠতে যে চেয়েছে তাকে কাঁকড়ার মতো টানো-
ক্ষমতা চ্যুত হয়ে গিয়ে শেষে যাকে তাকে নেতা মানো!
নীতি বাগীশেরা কারণ খুঁজতে এ দেশ বিদেশ চলে-
আত্তি করণ করেনা কো নীতি আপ্তবাক্য বলে!
পরিবর্তীত পরিস্থিতির দোহাই কতো যে শুনি-
লড়াইয়ে ফিরতে জনদরদীকে ডাকতে হবে সে জানি।।


2 Comments
Sanjit Kumar Mandal
আমার আন্তরিক ধন্যবাদ আর অন্তহীন শুভেচ্ছা জানাই প্রিয় বন্ধুরা। আলাপী মন সাহিত্য পরিবারের সকল সদস্য বন্ধুদের জানাই হার্দিক অভিনন্দন।
Sanjit Kumar Mandal
কবি অমল দাস, কবি রীনা চ্যাটার্জি ও স্বজন সাথী কে শুভেচ্ছা জানাই