জনদরদী
– সঞ্জিত মণ্ডল
পথটা এখনো পেলেনা বন্ধু পথটা কি বন্ধুর-
চড়াই-উৎরাই খড়কুটো ধরে বাঁচাটা কি দস্তুর!
সুবিধাবাদীরা আখের গুছায় তুমি চোখ বুঁজে থাকো-
আদর্শবাদী নয়কো জেনেও কি করে যে কাছে ডাকো!
খুদকুঁড়ো দিয়ে ভোট চেটে খায় সুবিধাবাদীরা যারা-
সংশয় নিয়ে তুমি ধুঁকে মরো বাকীরা লাগামছাড়া।
সবই তো বেহাল নাজেহাল লোক মরেও লড়াই করে –
তুমি চেয়ে দেখো শেষ বিচারেতে কখন কটা যে মরে!
নজীর গড়ার আন্দোলন কি সব ভুলে গেলে ভাই-
মিছিলের লোক আজও আসবেই তুমি তারে ডাকো নাই।
পাইয়ে দেওয়াটা বড়ো কথা নয় প্রতিবাদী হতে হবে-
জনদরদীকে চাইছে জনতা খেয়াল রাখতে হবে।
বিশ্বাস আর আস্থা ফেরাতে পথে যে নামতে হবে-
ঠান্ডা ঘরের আরামটা ছেড়ে লড়াইয়ে নামতে হবে।
নীতি বাগীশেরা বুলি কপচায় কাজের বেলায় ঢেঁকি –
মেকি নেতা তাই পানি পায় নাকো যতদূর চেয়ে দেখি।
দৃঢ় প্রত্যয়ে তরুণ তুর্কী হয় নাকো কেনো জানো-
রেষারেষি করে গদী আঁকড়ায় মানা মানি নেই কোনো।
উপরে উঠতে যে চেয়েছে তাকে কাঁকড়ার মতো টানো-
ক্ষমতা চ্যুত হয়ে গিয়ে শেষে যাকে তাকে নেতা মানো!
নীতি বাগীশেরা কারণ খুঁজতে এ দেশ বিদেশ চলে-
আত্তি করণ করেনা কো নীতি আপ্তবাক্য বলে!
পরিবর্তীত পরিস্থিতির দোহাই কতো যে শুনি-
লড়াইয়ে ফিরতে জনদরদীকে ডাকতে হবে সে জানি।।