Site icon আলাপী মন

কবিতা- বারো মাসে তেরো পার্বণ

বারো মাসে তেরো পার্বণ
– মানিক দাক্ষিত

 

 

বারো মাসের তেরো পার্বণ বাংলা মধুর বোলে,
আছে শুধু এই ধরাতে বাংলা মায়ের কোলে।
দু:খ জয়ের শক্তি পেতে সারাটা বছর ধরে,
পালিত হয় পূজা উত্‍সব নানান উপাচারে।

বোশেখ মাসে নববর্ষ গণেশ পূজো দিয়ে,
জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী মেয়ে জামাই নিয়ে।
আষাঢ়েতে রথযাত্রা রথের দড়ি টানা,
এ-মাসেতে দশহারা আছে সবার জানা।
শ্রাবণ মাস বর্ষণমুখর বৃষ্টি অবিরত,
এইসময়ে মনসা পূজো, জন্মাষ্টমী ব্রত।
ভাদ্র মাসে ভাদোর লক্ষ্মী প্রতি ঘরে ঘরে,
সত্যনারায়ণ পূজিত হন পরম ভক্তিভরে।
কাশের দোলে শিউলি ফুলে বাদ্যি যখন বাজে,
আশ্বিন মাসে মা দুর্গা আসেন নতুন সাজে।
কার্তিকে কার্তিক পূজো, ভায়ের কপালে ফোঁটা,
কালীপূজো আলোর মেলা আনন্দেতে মাতা।
অঘ্রাণে সোনার ফসল মাঠে মাঠে ধান,
নতুন ধানে ঘরে ঘরে হয় যে নবান।
পৌষমাসে পোষলক্ষ্মী পিঠে পুলি পায়েস,
শীতের আমেজ, নলেনগুড় একটুখানি আয়েশ।
মাঘমাসে শ্রীপঞ্চমী, মহাশ্বেতার পূজা,
ফাগুনেতে দোলযাত্রা হোলির রঙে সাজা।
চৈত্রমাসে শিবের গাজন মহা ধূমধামে,
বারোমাসটা এমনি কাটে পূজো-পার্বণে।

বাংলা বাঙালীর স্বর্গপুরী, খুশীর বৃন্দাবন,
এইখানেতেই হারিয়ে গেছে সব বাঙালীর মন।

Exit mobile version