কবিতা

কবিতা- শুধু

শুধু
– শম্পা সাহা

 

 

শুরুটাই করতে পারলাম না কখনো
শুরু করলে হয়তো দিব্যি গরগর করে এগিয়ে যাওয়া যেতো
কয়েক শতাব্দী
কয়েক যোজন দূরত্ব অনায়াসে পাশাপাশি হতো
দু’টো হাত হাতের মুঠোয়
আঙুল আঙুলের কথকতা সোচ্চার নিঃশব্দে
পড়ে ফেলা যেত যত গোপন গুপ্তধন নকশা
হয়ত খুঁজে পাওয়া গেলেও যেতো পারত
অন্য কোনো সভ্যতা মায়ার আদলে
নিদেনপক্ষে কোনো অজানা মহাদেশ
অজানা হীরের খনি হারানো সড়ক
হয়তো লেখা হয়ে যেত মহাকাব্য কয়েকখানা
অথবা নতুন প্রেম ইতিহাস
সর্বোচ্চ পুরস্কারের সর্বস্বত্ব হয়তো হতো
আমারই অধীন
ঝুলতো মেডেল কয়েক ডজন
অহংকারে পড়তো না পা মাটিতে
সব সবই হয়তো হতো অনায়াসে
শুধু শুরুর অপেক্ষা
শুরুটাই করা হয়ে উঠল না আর
এদিকে বেজেছে ঘন্টা ফেরৎ যাবার।

Loading

Leave A Comment

You cannot copy content of this page