অচেনা আমি
-জিৎ সাহ
… বুঝতে পারছি আমায় চিনতে তোর বড্ড বেশি কষ্ট হচ্ছে !
বিশ্বাস কর, এই সেই তোর আমি
একটু বেশিই সাবধানী।
—এখন আর কথায় কথায় বলে না রে,
ভালোবাসি, ভালোবাসি আর ভালোবাসি।
কষ্টগুলো সামলে রাখি,
দাঁতে দাঁত চেপে থাকি তবুও বাঁধ ভাঙার কথা স্বপ্নেও ভাবে না রে
আমার এই দুই আঁখি।
একটি খাঁচায় বন্দী ছিল যে বনটিয়া দুই পাখি,
সুযোগ বুঝে একদিন উড়ে গেল সে দিয়ে আরেকজনকে ফাঁকি।
এখন আমি একটু বেশিই সাবধানী।
আমিও খুঁজে নিয়েছি আকাশের ঠিকানায় লেখা
চিঠিগুলো ছাড়াই কেমন করে বাঁচতে শেখা,
একলা
একাই মেঘলা
আকাশ জুড়ে বৃষ্টি হয়ে নেমে আসা
যেন না গা ভাসায়।
কষ্টগুলো থাক না মাপা,
ছেঁড়া ডায়েরীর পাতায় পাতায় দূই মলাটের মাঝেই চাপা..
সময় করে খুঁজে নেব বেঁচে থাকার যন্ত্রণাখানি,
কেন না
আমি যে একটু বেশিই সাবধানী।