তোমাকে চাই
– মানিক দাক্ষিত
তোমাকে পেয়ে আমি খুব খুশী
তোমায় আমি ভীষণ ভালবাসি।
দশটি মাস বসে আছি ঠায়–
তোমার অপেক্ষায়।
সুস্থতার শান্তি নেবো
তোমার হিমেল ছোঁয়ায়।
তোমাকে সারা দেহে জড়িয়ে
লেপমুড়ি দিয়ে শুয়ে
রঙীন আকাশে উড়ি,
তোমার বরফ-শীতল যৌবন
ঘরছাড়া করে যখন তখন
ডানা মেলে সাগরে নয়তো পাহাড়ে চড়ি।
তুমি এসেছো আমি খুব খুশী
তোমায় আমি ভীষণ ভালবাসি।
তোমার আদরে জ্বর-সর্দি-কাশি
কিংবা একটু হাঁচি,
তাছাড়া রোগ নাই
দিব্যি ভাল আছি।
উদর বাবাজীর এখন পোয়াবারো
আহ্লাদে আটখানা,
যা পায়, তাই খায়
কোন কিছুতেই মানে না মানা।
তোমার দৌলতে খেঁজুড়ের রস
নলেন গুড়ের সন্দেশ,
পিঠে পুলি, রকমারি সব্জি
পরমানন্দে চালিয়ে যাচ্ছি বেশ।
শুধু আমি নই
আমরা সবাই তোমাকে চাই,
শীতের চাদরে ঢাকা নবযৌবনা শীত
তোমাকে অভিবাদন জানাই।