কবিতা- কখনো না

কখনো না
– তমালী বন্দ্যোপাধ্যায়

 

 

অতীতকে ভুলে যেতে পারো তুমি অনায়াসে।
কিন্তু মনে রেখো, অতীত তোমাকে ভোলেনা
সবকিছু ফিরে ফিরে আসে তোমার জীবনে।
অতীত তোমাকে ভোলে না।

সম্পর্কের শিকড় ভুলে যেতে পারো তুমি।
কিন্তু শিকড় তোমাকে ভোলে না।
বারেবারে টানে মাটির গভীরে।
শিকড় তোমাকে ভোলে না।

সময়ের হিসেব করেছো কখনো?
বুঝেছো সময়ের দাম?
সময় শুধু দাগ রেখে যায়।
সময়তো কখনো ফেরে না।

আর ভালোবাসা?
সে’তো হিসেব বিহীন।
ভালোবাসার ঋণ যায়না ফেরানো।
সে ঋণ তোমাকে ছাড়ে না।

Loading

One thought on “কবিতা- কখনো না

Leave A Comment