কবিতা- নীলচে চাদর

নীলচে চাদর
– কাজল দাস

 

 

কখন যেন যুদ্ধ হয়েছে শেষ
ক্লান্ত আমি, আমার মহাদেশ
রাত্রি যাপন বুকের স্তব্ধতায়
নীলচে চাদর উগ্র মেজাজ কেশ।

চাঁদ ছুঁয়ে যায় দীর্ঘ বনবাস
দু’মুঠো নয়, দিগ্বিজয়ী আশ
চিবুক- তিলে বন্য উষ্ণতায়
আগুন হয়েই পুড়বো বারোমাস।

অস্ত্রগুলো ইচ্ছে-পরাধীন
যুদ্ধ করে মরছি সারাদিন
রক্তক্ষয়ী জলন্ত বিছানায়
ভিজছে সুখে পরাধীনতার ঋণ।

লজ্জাবসন- হচ্ছে বয়কট
ভীতর জলে চোরা ধর্মঘট
যুদ্ধ করে মরছি নির্দ্বিধায়
দু’হাতে আমার তীব্র যানজট।

Loading

One thought on “কবিতা- নীলচে চাদর

Leave A Comment