বসন্ত সংলাপ
-অমল দাস
সমান্তরাল দৃষ্টির সমানুপাতিক নয়ন-সমর্পণে
জটিল জ্যামিতিক উপাপাদ্যের সমাধান হতে পারে!
তুমি ঊষার আপাতীত রশ্মির মতো স্পর্শানুভূতির সরল সূত্র নিয়ে
সাবাই ঘাসের তৈরি অন্তরের মসৃণ পাতায় দাগ কেটে দেখো!
আমি পরিমিতি -ত্রিকোণমিতি- ব্যাস ব্যাসার্ধের দ্বন্দ্ব,
সাঁঝের ধূসরের আগেই মিলিয়ে দেবো গোধূলির রঙে।
এই রঙেই পৃথিবীর রূপে অনুরণনের মোহজাল,
লিওনার্দোর মোনালিসা প্রাণ পায়।
এই রঙই ঢেলে দেবো বিবর্ণ সরণীতে।
বিষাদের আবহবিকারে অনুভুতির প্রস্তর
যেখানে ক্ষয়ের কান্নায় ভেঙে পড়ে,
অথবা বিরহ প্রবাহে দানা রূপে তির্যক সমীকরণে সঞ্চিত হয়;
সেখানে অতীত স্থাপত্য ফিরিয়ে দিতে পারি তোমার বসন্ত সংলাপে।
যদিও সংসাধন অ-পুর্তিতে কোনো এক রাতে-
নিভে গেছে আমাদের চালা ঘরের শিখা।
দাঁড়িয়ে আঁধারের আরশিতে দেখি বিষাক্ত হৃদয়ের ভৌতিক রূপ।
মনে পড়ে কবে কোন ঘোলা হাঁটু জলে ডুবে গেছে আমাদের নাও?