ভালোবাসা .. তোমার অবহেলা
-রীণা চ্যাটার্জী
প্রিয় ভালোবাসা,
অবহেলার মনখারাপে আজ আবার একবার দেখলাম- “ইতি মৃণালিনী”.. মৃণালিনীর কথায় বই নয় ছবি.. চলচ্চিত্র। দেখলাম জীবনে অস্তিত্বের সংগ্ৰাম, ভালোবাসা পাওয়ার ব্যাকুলতা। সত্যিই ভীষণ অদ্ভুত অনুভূতি ভালোবাসা তোমায় ঘিরে আবর্তিত। বারবার তুমি ধরা দাও এসে মনের দ্বারে নানা রূপে- কখনো বন্ধন মাঝে, কখনো মুক্তির আস্বাদে। কখনো মন দাবি রাখে স্বীকৃতির তো কখনো তোমায় রাখে মন গহীন কোনে- একান্তে। কখনো মন সাহসী হয়ে ভালোবাসার হাত ধরে সমাজের ভ্রুকুটি তুচ্ছ করে, কখনো আবার তাচ্ছিল্য, আর অবহেলায় অভিমানী মন পৃথিবী থেকে সরিয়ে নিতে চায় নিজেকে। মন, শুধু মন-ই কথা বলে ভালোবাসায়, আবেগের আলিঙ্গনে আবদ্ধ হতে চায় চিরতরে।
জানো ভালোবাসা ভালোবাসায় দেহের মরণ হয় না, মনটা মরে যায় – অবহেলায়, উপেক্ষায়, বিশ্বাসঘাতকতায়। তাই যারা ভালোবাসা না পেলে বা হারিয়ে যাওয়ার কথায় অবজ্ঞার হাসি হেসে মুখ বেঁকায়- তারা মনে বাঁচে না, দেহে বাঁচে। মন শুধু বিশ্বাস করে হাত ধরে, অঙ্গীকার করে। কিন্তু সাথীর নিষ্ঠুরতা, অবহেলায় ভালোবাসা তোমার কুসুমগুলি ফোটার আগেই ধূলায় মিশিয়ে দেয়। যেমন মৃণালিনী পড়ে ছিল- রাস্তায় অবহেলায়। প্রথমে দুই একটি মুখ উঁকি দিলো, ভিড় বাড়লো কৌতুহলের। তারপর? তারপর উৎসুক জনতা আস্তে আস্তে সরে এলো। অতৃপ্ত মৃণালিনী আর অসম্পূর্ণ ভালোবাসা ধূলো মেখে পড়ে থাকলো। মনে হচ্ছিল একরাশ ধূলোমাখা ভালোবাসা অবহেলায়, অভিমানে একলা পড়ে আছে। চোখের জল আর বাঁধ মানে নি, তখন.. অঝোরে ঝরে ছিলো। বলতে পারো কেন?
ভালোবাসা তুমি যদি আসবেই কারো জীবনে তো অঙ্গীকার নিয়ে এসো, অবহেলা নিয়ে নয়। অপেক্ষা রইলো ভালোবাসা, এসো অঙ্গীকারের হাত ধরে।
ইতি
তোমার অবহেলা।