কবিতা- আমি অন্নদাতা নই

আমি অন্নদাতা নই
-জিৎ সাহ

 


আমি নই অন্নদাতা আমি কারো পিতা,
কারো সন্তান,
কারো বা ভ্রাতা…
কারো ভালোবাসার মানুষ, যে আমায় ভালোবাসে আমিও তাকে ভালোবাসি।
এই আমিই কারো কাছে সব পেয়েছির আসর…
সেই আমি ধরার বুকে ফলাই ফুল ফল,
ফলাই সোনার ফসল।
-আমিই তোমাদের সেই চাষিভাই।
কখনো তো আমার কথাও ভাবো,
নাকি শুধুই চাই আর চাই!
যদি সেবা চাও- সেবা দেব
জান দিয়েও …
হাত চাইলে বলো হাত কোথা পাব?
-এই হাত
কেড়ে নিলে যে পাবে নাকো দু’বেলা দুমুঠো ভাত।
ভেবে দেখো মন,
দেখো অন্তর দিয়ে
লড়াই চাও -নাকি অন্ন?
আমি নই অন্নদাতা,
যিনি দেন, তিনিই তো বিধাতা।

Loading

One thought on “কবিতা- আমি অন্নদাতা নই

Leave A Comment