অণু কবিতা- হেমন্তের পাখি

হেমন্তের পাখি
– অতীশ দীপঙ্কর

 

 

বসে আছি উত্তরের বাতাস আসবে ঘরে;
নিশীথ নির্জনে শত নক্ষত্র আঁধার এখানে;
পুষ্করণী চুম্বন করে মরা পাতার শব্দ নিয়ে
নিস্তব্ধতার মাঝে ঘুঙুরের শব্দে পাতা ঝরে!
উড়ে যায় রাতপাখি মহা শূন্যে খুব ভোরে
শুধু দেখি অমানিশার অন্ধকার চারিদিকে!
খুঁজে চলি হিমেল বাতাস এ প্রান্তরে বসে–
আলোক বিন্দু হতাশার সমুদ্র হতে বহু দূরে!

Loading

Leave A Comment