কবিতা

কবিতা- চুপ

চুপ
– সীমা চক্রবর্তী

 

 

ছোট্ট বেলার মাঠ
কাজলা নদীর ঘাট,
শুকনো পাতার ভিড়
রবি সোমের হাট।

নদীর স্বচ্ছ জল
জোয়ারে ছলাৎছল,
উফান নদীর মাছ
আনন্দে খলবল।

ভোরের আকাশ চুপ
মিষ্টি তার রূপ,
সবুজ গাছের পাতায়
শশির ঝরে টুপ।

সকাল আসে একা
করে না কেউ দেখা,
যানবাহনের ভিড়
এখন সব ফাঁকা।

ধ্যানে মগ্ন দুপুর
স্তব্ধ তার নুপুর,
বিরসবদন চোখে
ঝরছে জল টুপুর।

শান্ত বিকাল বেলা
নানা রঙের খেলা,
দিনের শেষ আলোয়
অস্তরাগের মেলা।

ডাকছে বুড়ো ব্যাঙ
বেসুরো ঘ্যাঙরঘ্যাঙ,
শান বাঁধানো ঘাটে
ভাঙলো বুঝি ঠ্যাং।

বন্দী মানুষ জন
অন্ধ ঘরের কোণ,
জোয়ার ভাটা মনে
প্রবল আলোড়ন।

ঝিঁঝিঁ পোকার ডাক
ওড়ে জোনাই ঝাঁক,
তাদের দেখেই বাঁচা
কান্না তোলা থাক।

রাত্রি নিকষ কালো
চাঁদের নেই আলো,
এসব কিছুই নিয়ে
থাকতে হবে ভালো।

Loading

Leave A Comment

You cannot copy content of this page