Site icon আলাপী মন

কবিতা- বসন্ত বৈরাগ্য

বসন্ত বৈরাগ্য
– জিৎ সাহ 

 

 

বসন্ত তুমি আর এসো না আমার দরবারে!
-এই আমি ভালো আছি বেশ দামোদরের পারে,
বাঁধ না ভাঙার শপথ করেছি।
কথা দিয়েছি আমিও যে তারে….
কোকিলের কুহু কূজন,
শালিকের কলতানে
সুজন মাঝির ভাটিয়ালি গানে,
পাল তুলে দিয়ে নৌকায় ভেসে যাব না আর উজান ভাটির টানে

হৃদি মোর যদিও ভারাক্রান্ত হয় ভারে,
তবুও আমি যে ভালোবাসি শুধু তারে।
আজ সাতপাকে বাঁধা আমি জনম জনমের তরে…
বসন্ত তুমি আর এসো না হলে মোর দরবারে।
সহিতে পারি না আর,
ঝরাপাতার মর্মর ধ্বনি হৃদয়বিদারি হাহাকারে..
আমি এই বেশ ভালো আছি,
শতসহস্রের কাছাকাছি।
নির্জন ফুটপাথ, না হয় নির্জন থাক!
তার কথা ভেবে ভেবে আর বাড়িয়ে দেবো না হাত।
এই বেশ ভালো আছি,
এই ভোর,
শীতের আদরে কুয়াশার চাদরে মাখামাখি।
এই বেশ ভালো আছি
শতসহস্রের হিয়ারও মাঝামাঝি।

Exit mobile version