Site icon আলাপী মন

কবিতা- এক রা

এক রা
– সঞ্জিত মণ্ডল

সব শৃগালের একটাই রা হুক্কা হুয়াই ডাকে,
সব শাসকেরা শৃগালের জাত একই ডাক ডেকে থাকে।
আন্দোলনটা পছন্দ নয় হোক না সে বাম ডান,
সব শাসকেরা প্রতিবাদ রোখে একই রাস্তায় জান।
যতই ন্যায্য দাবী দাওয়া হোক সে সব কি যায় মানা,
শীতের রাতেও জাল কামানের দিচ্ছে কেমন হানা।
অনড় চাষি ভাইরা জেনেছে কালা কানুনের জ্বালা,
রক্তে বোনা ফসল তাদের লুটে নেবে কারো চেলা।
ভালোবাসা কোনো চাষিকেই নয় ভালোবাসে মহাজন,
অশুভ আঁতাতবদ্ধ হয়েছে সরকার ও মহাজন।
দেশের লোককে বোকা ঠাউরেছে মন্ত্রী আমলা যত,
মুখে মধু আর অন্তরে বিষ ভাষণ ঝাড়ছে কতো!
নূন্যতম দাম পাবে না কৃষক, বণিক দেখাবে কলা,
করপোরেটের লুঠতরাজের কতই না ছলাকলা!
নিয়ন্ত্রণটা উঠে গেলে পরে সবাই মজুত করে,
চাল ডাল আলু পিঁয়াজ আর তেল ঢুকবে যে হিমঘরে।
পিঁয়াজের ঝাঁজ কেমন সেটা তো টের পায় জনগণ,
কৃত্রিম অভাবে মূল্যবৃদ্ধি ঘটে চলে অনুক্ষণ।
কৃষক পায় না কানাকড়ি দাম লুটছে করপোরেট,
দামের ছ্যাঁকায় শীত পালিয়েছে হা হুতাশ করে দেশ।
কালা কানুনটা বাতিল নয়কো বলেছে যে সরকার,
শমন দমন দন্ড ভেদ নীতি চালিয়ে দিচ্ছে এবার।
বশীভূত কিছু দালাল এনেছে দেশ থেকে ছলে বলে,
তারা সব বলে ভালোই হয়েছে কালা কানুনের ফলে।
সংশোধন না বাতিলের দাবি করছে কৃষক ভাই,
মজুতদারি ও দাম বৃদ্ধির প্রতিকার পেতে চাই।।

Exit mobile version