কবিতা- হয়তো তখন

হয়তো তখন
-রীণা চ্যাটার্জী

হয়তো তখন হিমেল ভোর
নয়তো চৈতি গোধূলি বেলা,
হয়তো তপ্ত উদাসী রাতে
তখন তারা খসাবার পালা।
অলস অবসরে আমার মন খারাপের ঘরে
কথার মিছিল মাঝে কপাট দেবো দোরে,
আমার গলায় শুনবে না
আর অভিযোগের মেলা
খেলবো না আর মনের সুখে,
মন ভেজানোর খেলা…
চুপটি রবো আমি,
খুলবো না আর অভিমানের ডালা
দূরে নেই আর, সেদিন
আমার বিদায় নেবার পালা।

হয়তো যদি আসো ফিরে, ভুলের বশে..
শান্ত নীড়ের আশেপাশে..
ভুলেও যদি পড়ে মনে আমার পাগলামি
থাকবো না তো আমার আমি
বলবো না তো, ঘুরে আবার..
নিভৃত অবকাশে, তোমার বাহুপাশে
‘ভালোবাসো? আমায় ভালোবাসো?’
চুপটি থেকো.. মুচকি হেসো
জমবে না আর পুরোনো সেই খেলা,
সেদিন আমি অ..নে..ক দূরে ভাসিয়েছি ভেলা..
‌ তখন আমার বিদায় নেবার পালা।

Loading

4 thoughts on “কবিতা- হয়তো তখন

  1. “তখন আমার বিদায় নেবার পালা….. ” বেশ……

Leave A Comment