কবিতা- রাজনীতি

রাজনীতি
-শচীদুলাল পাল

 

রাজার নীতি এক রাজনীতি
যা করেন তাই রীতি,
প্রজা মরে অকাতরে
কপালে সদগতি।

দলবদলে মালাবদল
মিষ্টি মধুর সকাল,
মিষ্টি মন্ডা রাশি রাশি
খাবে সকাল বিকাল।

রাজা থাকে সিংহাসনে
সাকরেদ ও পারিষদ,
যারা ছিল সমগোত্র
তাদের মেরেই মরদ।

প্রতিশ্রুতির বন্যাজলে
আম জনতা চঞ্চল,
ভোটের শেষে দেখা গেল
ছিল মিথ্যা সকল।

ব্যর্থতাকে ঢাকতে আছে
এক সংবাদ নাম ধর্ষণ,
প্রজার মনকে ঘোরাতে করে
সংবাদ পরিবেশন।

রাজাসনে স্বজন পোষণ
এক পরিবারতন্ত্র,
প্রথমত মেনে নিলেও
বিনাশ দলতন্ত্র।

ছোট বড়ো দলনেতা
কাটমানি খায় বসে,
প্রজা মরে অনাহারে
লুট চলে রাজকোষে।

Loading

Leave A Comment