প্রেম
-শম্পা সাহা
চোদ্দো বছরের সরল কিশোরী আড়চোখে তাকায়
তার একই ক্লাসে পড়া সহপাঠীর দিকে
একটা প্রেমের সূত্রপাত হল
শরতের শিশির ধোয়া শিউলির মত!
বছর বাইশের এমে ক্লাস
আগের প্রেমের দাগা মুছে
ফের পড়ে চশমা পড়া ঐ ছটফটে ফাজিলের প্রেমে
তারুণ্যের প্রেম
বসন্তের লালরঙা সুগন্ধি গোলাপ!
শাখা সিঁদুরে রেঙে
পাশে দাঁড়ানো টোপর পড়ার প্রেমে
একেবারে সইসাবুদে বাঁধা পড়ে
টগবগে লালচেলী
যৌবনের নিরাপদ প্রেম
বৃষ্টস্নাত কামিনীর মত মাতাল করা
নেশা ধরানো।
শীতের সকালে
গরম চায়ের কাপ ধরা হাতখানা
বড় প্রেম জাগায়
মুখে বলীরেখা,চুলে দু একটা পাক
থাক
ঐ যেন বড় প্রেম জাগানিয়া
বার্ধক্যের প্রেম
শীতের সকালের রোদে ভেজা গাঁদা
গন্ধ?
আছে যাও
কাছে যাও!
তবু এরই ফাঁকে কত দেবদাস
কত বিরহ, বিরোধিতা, কত বিচ্ছেদ!
কত নাম না জানা জংলা ফুল
ফুটে ঝরে গেছে
কেউ তার খবর রাখেনি
সে খবর তুমি আমি কতটুকুই বা জানি
প্রেমটা সবার
দুঃখটা কারোর কারোর!