Site icon আলাপী মন

কবিতা- মনের কথা

মনের কথা
-সীমা চক্রবর্তী

 

 

মনটা যখন ডাক পাঠালো
স্মৃতির মফঃস্বলে,
পুরনো যত মনের ময়ুর
ভাসছে দেখি জলে।

ফেলে আসা নীরব কথা
স্বপ্ন পোড়া গন্ধে,
ধূসর পাতায় রয়েছে লেখা
ভুলে যাওয়া ছন্দে।

ভোরাই মেঘে যখন মেশে
রক্ত বিন্দু বিন্দু,
ভাবি তখন আর – জন্মে
হবো সারস – সিন্ধু।

গোধূলি শেষে রঙিন আকাশ
সন্ধ্যা মেখে নামে,
মন – খারাপির বিকেল যেন
ক্লান্ত হয়ে থামে।

চলার পথে প্রতি বাঁকে
বাড়ে জীবনবোধ,
ছোট্ট ভুলও মাসুল তোলে
চরম প্রতিশোধ।

চিতায় পুড়ে ভস্ম হয়
স্বপ্ন স্মৃতির স্তুপ,
মনের ভিতর ভবনাগুলো
ভীষণ রকম চুপ।

হারিয়ে যাচ্ছে সঙ্গী সাথী
হারাচ্ছে আপনজন,
স্মৃতির ফলক ব্যথার বিষে
হচ্ছে মন – কেমন।

নির্ঘুম রাতে আকাশে দেখি
হাজার তারার ভিড়ে,
পূব কোণের ঐ শুকতারাটা
ডাকছে তার নীড়ে।

স্মৃতি গুলো যায়না মুছে
আসে একলা হলে,
ভিজায় বালিশ, চুপি চুপি
আঁকড়ে শয্যা কোলে।

একটা চিঠি রঙিন খামে
আসবে দিনের শেষে,
স্মৃতির বোঝা কাঁধে তুলে
যাবো অচিন দেশে।

Exit mobile version