কবিতা

কবিতা- মরুদ্যান

মরুদ্যান
– শান্তনু বন্দ্যোপাধ্যায়

 

 

পুবের আকাশে সূর্যের ছটা আজ ধূসর,
মর্টারের আওয়াজ শুষে নিয়েছে উৎসবের কাঁসর।
অহর্নিশ ছুটছে ঝাঁকে ঝাঁকে সাঁজোয়া গাড়ী,
আশ্রয় খোঁজে দিনভর শিশুকোলে বৃদ্ধ ও নরনারী।

অভুক্ত শরীরের দায় নেই কখনো কারোর,
জিততেই হবে যুদ্ধে এই সীমান্ত শহর।
গ্যাব্রিয়েল, ভ্লাদিমির, আসগর, বলবিন্দার,
কেউ কর্নেল বা সৈনিক বা কেউ ডাক্তার।

দমবন্ধ করা পোড়া গন্ধে চারদিকে হাহাকার,
ঝলসানো গাছের কালো ধোঁয়ায় নিঃস্তব্ধ অন্ধকার।
এসেছে অর্ডার জলদি জলদি সামনে এগোবার,
কঠিন মুখে রয়েছে শুধু সংকল্প দুর্বার।

কেউ চুক্তিতে, কেউ চাকরীতে মায়ার বন্ধন খোলে,

সীমানা বলে কিছু নেই আর মনের অর্গলে।
প্রশ্রয় পায় নিষ্ঠুর আদিমতা মানবিকতা ভুলে,
মায়া, মমতা,ভালোবাসা সব শিকেয় তুলে।

এক সৈনিকের দৌলতে এক দলছুট শিশুর বেঁচে যায় প্রাণ,
দুরুহ পরিবেশে মা বাবা যেন খুঁজে পায় মরুদ্যান।

Loading

One Comment

Leave A Comment

You cannot copy content of this page