কবিতা- আমার ঈশ্বর ও আমি

আমার ঈশ্বর ও আমি
– সুমিত মোদক

 

 

ঈশ্বর আমাকে অনেক দিয়েছে;
না চাইতেও, ঈশ্বর আমাকে অনেক দিয়েছে;
দেবেও …
সে কারণে, কোনও দিনের জন্য কিছুই চাইনি;
চাইবোও না …

একদিন ঈশ্বর আমার কাছে এসে বললো–
কি তোর চাওয়ার আছে?
যা চাওয়ার আছে চেয়ে নে;
আমি তোকে সব দেবো, সব …

আমি, আমার ঈশ্বরকে বললাম –
আমার কিছুই চাওয়ার নেই;
যা কিছু চাওয়ার সব তো তুমি আগে থেকেই দিয়ে রেখেছো;
কি আর চাইবো!

ঈশ্বর মুচকি হেসে বললো–
কিছুই তোর চাওয়ার নেই!
তা হলে , তুই আমার স্বর্গ-রাজ্য নে…
স্বর্গ সুখ ভোগ কর, সর্ব সুখ ভোগ কর..

আমি তখন বললাম– ওই সব আমার প্রয়োজন নেই;
একান্তই দিতেই যদি চাও ,
দাও আমাকে, আমার আমিত্ব;
তোমার মহাকাল;

ঈশ্বর বললো– সে তো তুই পূর্ব জন্মে চেয়ে নিয়েছিস,
এ জন্মে কি চাস!

আমি বললাম– বুদ্ধিজীবী হতে;
ঈশ্বর বললো– সে তো আমার হাতে নেই ,
সে যে দানবের হাতে ;
বুদ্ধিজীবীরা এখন দেবতাকে নয়,
দানবকে পূজা করে, দানব রূপ ধরে;

আমার ঈশ্বরের কাছে সে কারণে কিছু আর চাওয়া হয়ে উঠল না ।।

Loading

One thought on “কবিতা- আমার ঈশ্বর ও আমি

Leave A Comment