Site icon আলাপী মন

কবিতা- স্বাগত নতুন

স্বাগত নতুন
– সঞ্জিত মণ্ডল

স্বপ্ন দেখতে এখনো ইচ্ছে করে, স্বপ্নটা বেঁচে থাক-
ফিরে দেখা বড়ো কষ্টের বন্ধু, নতুনকে আজ স্বাগত জানানো যাক।
সাড়া ফেলে দেয় অনেক কিছুই ভালো ও মন্দ মিশে,
বিশ সাল যেন বিষের বাঁশিটা বাজিয়ে দিয়েছে এসে।
প্রশ্ন জেগেছে অনেক কারণে শুধু ভাইরাস নাকি?
আজাদী চাওয়াটা বিচ্ছিন্নতা দেশপ্রেম কি মেকি!
বিরোধীরা কথা বলবেই সেটা অধিকার নয় আর-
গলাটিপে সব বিরোধী হত্যা থমকে মানবাধিকার!

অজানা দৈত্য আর দু বন্ধু গলা জড়াজড়ি করে,
আজগুবি সব আইন এনেছে জনতা বেঘোরে মরে।
আবরণ ছিঁড়ে বেরোতে চাইলে কেউ বাঁঁচবেনা আর,
শৈশব স্মৃতি ছেলেবেলা সবই দেখছে অন্ধকার।
জনতার রবি উদয় হলেই পুবাকাশ লাল হবে,
এই আশা নিয়ে দ্বিধা ঝেড়ে ফেলি স্বাগত জানাই সবে।
আসুক একুশ জয়গৌরবে বরণ করিয়া লবো,
আজাদী চাইছি সব কিছুতেই আবার মানুষ হবো।

ইতিহাস খুঁড়ি সামনে পিছনে যতদূর চোখ যায়,
মুখ ঢেকে যায় বেদনার গ্লানি কুড়িতে দেখেছি তায়।
বহু শতাব্দী পার হয়ে গেছে দাসত্ব ঘোঁচেনি তবু,
বন্ধু খুঁজেছি দেশে ও বিদেশে মিলেছে কতোনা প্রভু!
হে নূতন তুমি দ্বার খুলে দাও মুক্ত বাতাস চাই,
ঘোর দুর্দিনে এ দুটি নয়নে সূর্যের আলো পাই।
স্বাগত নতুন স্বাগত জানাই এসো দ্বার খুলে দাও,
পূণ্য প্রভাতে নবদিগন্তে বিশ্বে শান্তি দাও।।

Exit mobile version