কবিতা

কবিতা- নতুন প্রতিশ্রুতি

নতুন প্রতিশ্রুতি
সীমা চক্রবর্তী

 



রাত্রির ঘোর অন্ধকার ঠেলে এলো নতুন ভোর
কুসুম কুসুম রঙে ভরলো আকাশ….
হয়তো এবার শেষ হবে বিশের বিষময় হাহুতাশ।
হিম হিম কুয়াশায় ভেজা পাতা জানে রাত্রির বিষন্নতা
জানে ক্ষণকাল তার আয়ু
তারপর অনাদরে ঝরাপাতা ……

হয়তো বদলাবেনা কিছুই,
তবু মুঠো মুঠো গোলাপ পাপঁড়ির মতো
হাজার স্তোকবাক্যের অনুরণন
বিশের বিষ থেকে এবার হবেই জীবন সুধার প্রস্রবণ।
সত্যিই কি হবে…? আশ্বাস সাজাই…
যদিও এসব স্তুতির নেই কোনো কারণ।

একটা বিষময় বছর শেষে
নতুনের চৌকাঠে দাঁড়িয়েছি এসে,
ভালো হোক… ভালো হোক… সব ভালো হোক
নতুন বছর ভুলিয়ে দিক
ফেলে আসা যাবতীয় দুঃখ শোক।
এই দূরত্ব ঘুচে যাক
কোনঠাসা জীবন আবার পুরনো ছন্দ ফিরে পাক।

ভুলতে চাইলেও যাবে না ভোলা
বিভীষিকাময় দুহাজার কুড়ির খেলা,
আজ থেকে সে থাক ইতিহাসের পাতায়…
নববর্ষ নিয়ে আসুক নব প্রাণ – সুধা
নতুন প্রতিশ্রুতিতে ভাসুক বসুধা।

Loading

Leave A Comment

You cannot copy content of this page