Site icon আলাপী মন

কবিতা-আমন্ত্রণ

আমন্ত্রণ

-কাজল দাস

এবার যখন আসবে নবীন, ফাগুন এনো মনে
বসন্তেরই বাতাস মেখে নাচবো তোমার সনে।
রামধনু রঙ ছড়িয়ে দেব ধূসর ধরনী তলে,
রঙিন সুতোয় বাঁধবো সব-এ হোলি খেলার ছলে।
সবাই যখন আবীর খেলায় ব‍্যস্ত রাঙিয়ে নিতে,
আমরা তখন রাঙাবো আকাশ একান্ত নিভৃতে।

এবার যখন আসবে নবীন, সাগর এনো মনে
আমার সকল ভাসিয়ে দেব অতল সঙ্গোপনে,
তোমার ঢেউয়ের আঘাত লেগে ভাঙবে আমার ঢেউ,
কার আঘাতে কি ভেঙেছে জানবে না কো কেউ।
সবাই যখন মুক্তো খোঁজে বাড়িয়ে দেবে হাত-
আমি তখন তোমার বুকে খুঁজবো চাঁদনী রাত।

এবার যখন আসবে নবীন, ঝঞ্ঝা এনো মনে,
পাগল হয়ে ফিরবো আমি ফুলের বনে বনে।
ভাসিয়ে ডানা পাখির মত উড়বো তোমার পাশে,
তোমার ধূলা মাখবো গায়ে নিবিড় ভালোবেসে।
সবাই যখন ঢাকবে দু’চোখ আঁচল খানি দিয়ে,
পালিয়ে যাব অনেক দূরে তোমায় সাথে নিয়ে।

এবার যখন আসবে নবীন, রৌদ্র এনো মনে,
ছড়িয়ে দেব আলোর রেণু ধরা-র কোণে কোণে।
মনের যত গোপন আঁধার ঘোচাতে- একবার
সত্যি বলছি রোদ্র, তোমায় ভীষণ দরকার।
সবাই যখন রঙিন কাঁচে লুকিয়ে নেবে চোখ,
যীশুর মতই বলবো আমি সবার ভালো হোক।

এবার যখন আসবে নবীন, স্বপ্ন এনো মনে
গভীর রাতে তোমায় নিয়ে ফিরবো জনে জনে।
শীত কাতুরে শিশুর পাশে পথের বিছানাতে,
চুপিসারে জড়িয়ে থাকবো স্নেহের উষ্ণতাতে।
সবাই যখন ঘুমিয়ে পড়বে গভীর স্বপ্নাবেশে,
আমরা তখন ক্লান্তি মেখে ফিরবো পরীর দেশে।

এবার যখন আসবে প্রিয়, শান্তি এনো মনে
শান্তি-সুধার অমৃত গান বাজুক সবার প্রাণে।
তুমি ছাড়া তমসা ঘনায় সকল ঘরে ঘরে,
আঁধার মোছা প্রভাত আনো একটি বারের তরে।
দেখবো চেয়ে সবাই যখন পরম সুখে আছে,
দিব্যি তোমার চাইবো না আর, কিছুই তোমার কাছে।

Exit mobile version