শেষ কবিতায় তুমি
– অমিতাভর সরকার
বছরের শেষ কবিতায় কি তুমি থেকে যাবে!
নাকি সরষে ফুলের হলুদ গন্ধের সাথে তুমি মিশে থাকবে আমার জীবন ভোর?
পৌষের গন্ধ ডাক দিয়ে যাবে, ডাক দিয়ে যাবে লাল, হলুদ, কমলা রঙের মেলা মাঠে মাঠে, প্রান্তরে-প্রান্তরে কচি-কাঁচার সাথে অবাল বৃদ্ধ-বনিতা মিষ্টি রোদের সঙ্গে মিশে থাকবে। মেতে থাকবে আনন্দের খোলা বাতাসে, চড়ুইভাতির উৎসবে। নদী, সমুদ্র, পাহাড়, জঙ্গল সবকিছু হিমেল হাওয়ার উত্তাপ গ্রহণ করবে। ঠোঁট ফাটা বাতাসেও আনন্দের ফুলঝুরি ছুটবে, ঠিক যেন লেপের মধ্যে ওম নেয়ার মত।
বছরের শেষ কবিতায় তুমি না থেকে আমাকে আবর্তিত করে থাকো, উৎসাহ যোগায় তোমার সাথে প্রতিদিন যেন আমি আবদ্ধ থাকতে পারি।
চুম্বনে চুম্বনে ভরিয়ে দিতে পারি প্রতিটি ছত্র। সেখানে রূপসী হয়ে থাকবে, আমি রূপকার। লাগবে না তোমার ভালো? চন্দ্রমল্লিকা, ডালিয়া,
গোলাপের মতো তুমি উদ্ভাসিত হবে। আরো কত কি—-