খেলাঘর
– শচীদুলাল পাল
সেদিন তোমার বালিকা বেলায়
কত গান হাসি খেলা,
কেটেছে কিশোর যৌবনকাল
কত বসন্ত মেলা।
অন্তরে ছিল অনন্ত প্রেম
চোখে ছিলো ভালোবাসা,
হৃদয়ে মথিত স্মৃতি পল পল
ভঙ্গুর হলো আশা।
ভালো লাগা থেকে ভালোবাসা এলো
কিশোর মনের দ্বারে,
আজ স্মৃতি এসে আঘাত করছে
চেতনাকে বারে বারে।
কত উচ্ছ্বাস বয়ে ছিল হৃদে
ব্যথা দিয়ে তারা বলে,
বৈশাখী ঝড় ভেঙে দিল ঘর
বুঝি আজ পলে পলে।
তোমার জীবনে নহবত সুর
বেজে চলে অবিরত,
আমার জীবনে বেদনারা শুধু
দিয়ে যায় জ্বালা ক্ষত।
দেখেছি তোমায় অপলক চোখে
ভাবি নাই হবে পর,
দিয়ে গেছি শুধু চাই নাই কিছু
পড়ে আছে খেলাঘর।